১) সরবরাহ চুক্তি/ ট্যারিফ পরিবর্তনের কারন উল্লেখ করে আবাসিক প্রকৌশলী, কাঠালিয়া বিদ্যুৎ সরবরাহ বরাবর সংশ্লিষ্ট ফিডারের উপ-সহকারী প্রকৌশলীর কাছে আবেদন জমা দিতে হবে। আবেদনে মোবাইল নম্বর ও গ্রাহকের পুর্নাঙ্গ ঠিকানা উল্লেখ করতে হবে।
২) উপ-সহকারী প্রকৌশলী সরজমীনে গ্রাহকের অাঙ্গিনা পরিদর্শন করে আবেদনে উল্লেখিত কারন সঠিক পেলে, গ্রাহককে এই মর্মে 300/- টাকার ষ্ট্যাম্পে লিখিত দিতে বলবেন যে, তিনি আর কখনই এই মিটার চলতি ট্যারিফে ব্যবহার করবেন না, করিলে কর্তৃপক্ষ যে আইনানুগ ব্যবস্থা গ্রহন করিবেন তাহা মানিয়া নিবেন।
৩) সরকার নির্ধারিত সরবরাহ চুক্তি/ ট্যারিফ পরিবর্তন ফি ( সিঙ্গেল ফেজ 150/- , থ্রি-ফেজ 325/-, এইচটি- 575/-) ও পরিদর্শন ফি (সিঙ্গেল ফেজ 150/- , থ্রি-ফেজ 300/-, এইচটি- 500/ ) ব্যাংকে জমা দিতে হবে।
৪) ব্যাংক জমা কপি উপ-সহকারী প্রকৌশলী হাতে পাওয়ার পরে আবসিক প্রকৌশলী অনুমোদন করবেন ও কাজ সমাপ্ত করবেন ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস