এতদ্বারা কাঠালিয়া বিদ্যুৎ সরবরাহের আমুয়া ফিডারের সন্মানিত সকল গ্রাহকের অবগতির জন্য জানানো যাইতেছে যে, কাঠালিয়া বিদ্যুৎ সরবরাহের 11 কেভি সঞ্চালন লাইনের মেরামত, গাছপালা কর্তন ও রক্ষনাবেক্ষন কাজের জন্য আগামীকাল মঙ্গলবার 11 ফেব্রুয়ারী ২০২5 ইং সকাল 8 ঘটিকা হইতে বিকাল 05 ঘটিকা পর্যন্ত কাঠালিয়া স্বাস্থ্য কমপ্লেক্স, আমুয়া বন্দর, জোড়খালী, আমুয়া পশ্চিমপাড় তথা কাঠালিয়া বিদ্যুৎ সরবরাহের আওতাধীন আমুয়া ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে। উক্ত সময়ের মধ্যে অফিসকে অবহিত না করে কেহ গাছ কর্তন বা সঞ্চালন তারের আশেপাশে যাবেন না। জাতীয় প্রয়োজনে যে কোন সময় সঞ্চালন লাইন সচল করা হইতে পারে। আপনাদের সাময়িক অসুবিধার জন্য কাঠালিয়া বিদ্যুৎ সরবরাহ আন্তরিকভাবে দুঃখিত।
আবাসিক প্রকৌশলী
কাঠালিয়া বিদ্যুৎ সরবরাহ
কাঠালিয়া ঝালকাঠি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS