Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Alart to use electricity
Details

“একটি সতর্কীকরন বিজ্ঞপ্তি”
এতদ্বার কাঠালিয়া  বিদ্যুৎ সরবরাহের সম্মানীত সকল গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বেশকিছু অগ্নিকান্ডের/দূর্ঘটনার  ঘটনা ঘটেছে। অধিকাংশ ক্ষেত্রেই যহা বৈদ্যুতিক কারন বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তাই অনাকাঙ্খিত দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক সরঞ্জামদি ব্যবহারের ক্ষেত্রে সকলকে আরো সতর্ক থাকতে হবে। রাতে ঘুমানোর আগে অথবা দোকান বন্ধ করার পূর্বে অবশ্যই সকল প্রকার বৈদ্যুতিক সুইচ বন্ধ করতে হবে। প্রতিটি স্থাপনায়  MCB  বা শর্ট সার্কিট যন্ত্রের ব্যবহার নিশ্চিত করতে হবে, বৈদ্যুতিক ওয়্যারিংয়ে উন্নত মানের কপার তার ব্যবহার করতে হবে, প্রতিটি মিটারে আর্থিং নিশ্চিত করতে হবে, ওভার লোড ব্যবহার থেকে বিরত থাকতে হবে, অবৈধ হুকিং/ঝুঁকিপূর্ন বিদ্যুৎ ব্যবহার থেকে বিরত থাকতে হবে। সকল ব্যবসায়ীদেরকে তাদের ব্যবসায়ীক প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপক যন্ত্র রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল।


“মনে রাখবেন একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না”
প্রচারে,
আবাসিক প্রকৌশলী, কাঠালিয়া বিদ্যুৎ সরবরাহ।

Attachments
Publish Date
30/06/2020