Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিদ্যুৎ ব্যবহারের নির্দেশনাবলি

 নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করা গ্রাহকদের দায়িত্ত্ব।
 বর্তমানে কম্পিউটার প্রস্তুত বিলের পরিশোধের তারিখ বৃদ্ধি করা যায় না। বকেয়া পরিশোধিত হওয়ার পর পুনঃ সংযোগ হতে পারে, যা অত্যন্ত বিব্রতকর ও কষ্টসাধ্য।
 বিদ্যুৎ চুরি, মিটার বাই পাসিং, ইত্যাদি গুরুতর ও দন্ডনীয় অপরাধ। আইন অনুযায়ী গ্রাহকই তার মিটার রক্ষনাবেক্ষনকারী। মিটারের সীল ভাংগা অথবা মিটারে কারচুপি

হলে বিদ্যুৎ আইনের ৩৯ এবং ৪৪ ধারা  অনুযায়ী গ্রাহককে দোষী সাব্যস্ত করা হবে।
 অবৈধ বিদ্যুৎ ব্যবহার সর্ম্পকে কোন তথ্য থাকলে তা তৎক্ষনাৎ নিকটস্থ বিদ্যুৎ অফিসে জানাতে পারেন। অবৈধ গ্রাহকরাই মূলত বৈধ গ্রাহকের প্রাপ্য বিদ্যুতের ভাগ বসায়

এবং লোড শেডিং এর অন্যতম কারন ঘটায়।

 লো-ভোল্টেজ সমস্যা এড়াতে আপনার লোডের পাওয়ার ফ্যাক্টর কমপক্ষে ০.৯৫ বা ততোধিক বজায় রাখুন। প্রয়োজনে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রভিং (PFI) যন্ত্র ব্যবহার করুন।
 সময়মত বিল পাওয়া না গেলে গ্রাহক সংশ্লিষ্ট বিক্রয় ও বিতরন / বানিজ্যিক পরিচালন/ বিদ্যুৎ সরবরাহ দপ্তরে অফিস প্রধানের সহিত যোগাযোগ করতে পারেন।
 বিল সংক্রান্ত যাবতীয় অভিযোগ, বিল পরিশোধের সময়সীমা অতিক্রান্ত হওয়ার  কমপক্ষে ৭ (সাত) দিন পূর্বে সংশ্লিষ্ট বিক্রয় ও বিতরন / বানিজ্যিক পরিচালন/

বিদ্যুৎ সরবরাহ দপ্তরে যোগাযোগ করে সমাধান করতে হবে।
পিক আওয়ারে অর্থাৎ বিকাল ৫ টা থেকে রাত ১১ টা পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার যথাসম্ভব সীমিত রাখুন, বিশেষতঃ হিটার, ইস্ত্রি, পানির পাম্প, ওয়েল্ডিং মেশিন ইত্যাদি

যন্ত্র পাতি বন্ধ রাখুন এবং অন্যকে বন্ধ রাখার পরামর্শ দিন।